ছবি: সংগৃহীত
কখনও অভিনয়, আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনার কেন্দ্রে থেকেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখা। বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক সবার দৃষ্টি আকর্ষণ করেছে। অমিতাভের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন এখনো সংবাদপত্রের পাতায় জায়গা করে নেয়।
তবে খুব কম মানুষই জানেন, একসময় সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইমরান খানের সঙ্গেও নাকি প্রেমে জড়িয়েছিলেন রেখা। খবর ডিএনএ'র।
শোনা যায়, আশির দশকে রেখা ও ইমরান খান নাকি গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। শুধু তাই নয়, তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যেত, যা গুঞ্জনকে আরও জোরালো করে তোলে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৮৫ সালের একটি পুরনো স্টার রিপোর্ট। সেখানে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইয়ে রেখার সঙ্গে সময় কাটিয়েছিলেন। প্রায়ই তাদের সমুদ্র সৈকতে একসঙ্গে দেখা যেত।
প্রতিবেদনে বলা হয়, যারা রেখা ও ইমরানকে সৈকতে একসঙ্গে দেখেছেন, তারা তাদের ঘনিষ্ঠতা দেখে নিশ্চিত হয়েছিলেন অভিনেত্রী ও ক্রিকেট তারকা গভীরভাবে একে অপরকে ভালোবাসেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, রেখার মা পুষ্পাবল্লী ইমরান খানের ভক্ত ছিলেন এবং মেয়ের সঙ্গে তার বিয়েতেও আগ্রহ দেখিয়েছিলেন। দিল্লি গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন তিনি। যদিও সেই জ্যোতিষী কী বলেছিলেন, তা অজানা। তবে রেখার মা নাকি বিশ্বাস করতেন, ইমরান তাদের পরিবারে উপযুক্ত সদস্য হতে পারেন।
প্রেমের সম্পর্ক নিয়ে রেখা ও ইমরান খান কেউই কখনও প্রকাশ্যে কিছু বলেননি। শেষ পর্যন্ত তাদের মধ্যে কী হয়েছিল, কেন তারা আলাদা হয়ে গেলেন, তা আজও রহস্যই রয়ে গেছে।
যার সঙ্গেই প্রেম করুক না কেন, শেষ পর্যন্ত দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা। ১৯৯০ সালের ২রা অক্টোবর আত্মহত্যা করেন মুকেশ। সে সময় অভিনেত্রী ছিলেন লন্ডনে। স্বামীর মৃত্যুর পর থেকেই রেখার জীবন ঝড়ের মুখে পড়ে। ধীরে ধীরে সেই ঝড় কেটে উঠলেও পরে আর বিয়েই করেননি রেখা।
জে.এস/
খবরটি শেয়ার করুন