সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বসতে আগ্রহী বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর এএফপির।

গতকাল সোমবার (২রা জুন) তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি না হওয়ার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এ আগ্রহ প্রকাশ করেছেন।

তবে গতকাল ইস্তাম্বুলের বৈঠকে উভয় পক্ষ বড় পরিসরের আরেকটি বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। এ ছাড়া গত মে মাসের মাঝামাঝি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়েছিল। আর সেটিও অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তাম্বুলে।

চলতি জুন মাসের শেষদিকে ইস্তাম্বুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তৃতীয় দফার বৈঠকের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত এমন বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়ে আসলেও জেলেনস্কি বলেছেন, তিনি এমন বৈঠকে বসতে রাজি আছেন। কেননা, সংকট নিরসনের উপায় খুঁজতে শীর্ষ পর্যায়ের আলোচনাকে একমাত্র কার্যকর উপায় বলে মনে করেন জেলেনস্কি।

এ ছাড়া হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিত বলেছেন, তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি চান ট্রাম্প। প্রয়োজনে তিনি ত্রিপক্ষীয় বৈঠকে বসতে আগ্রহী। তবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের নেতারা একসঙ্গে আলোচনার টেবিলে আসুক, তিনি এমন প্রত্যাশা করেন।

গতকালের আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। যদিও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যকার বৈঠকের প্রশংসা করেছেন।

তবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির একটি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানালে এর জবাবে মস্কো বলেছে, তারা যুদ্ধে স্বল্পমেয়াদি বিরতি নয়, দীর্ঘমেয়াদি সমাধান চায়। অপরদিকে পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন বলে কিয়েভের অভিযোগ।

আরএইচ/


ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আহ্বান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন