ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে। এমনটাই জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (২২শে জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। তারা আহতদের পর্যবেক্ষণ করে দেখবে এবং যদি প্রয়োজন হয়, তখন তাদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে, যা যা প্রয়োজন তা-ই করা হবে। যতজনকে বিদেশে নেওয়া দরকার, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘হাসপাতালে যারা চিকিৎসাধীন, তাদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসকরা চিন্তিত।’
বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বিমান দুর্ঘটনা নানা কারণে হয়ে থাকে। পাইলট এরর (পাইলটের ভুলে) হতে পারে, আবার টেকনিক্যাল ত্রুটিও হতে পারে। ব্ল্যাকবক্স বিশ্লেষণের আগে নিশ্চিত করে বলা যাবে না, এটি পাইলটের ভুল না প্রযুক্তিগত ত্রুটি।’
খবরটি শেয়ার করুন