মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে অনেকেই জনগণের নিরাপত্তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কড়া অবস্থানে রয়েছে দেশের মানুষের নিরাপত্তার জন্য। এরপরও দুর্বৃত্তরা সুযোগের অপেক্ষায় থাকে। এবার অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নিঝুম রুবিনা। গাড়ি থেকে লাফিয়ে বের হয়ে নিজের জীবন রক্ষা করেছেন তিনি। যা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দীর্ঘ এক পোস্টে নিশ্চিত করেছেন এ চিত্রনায়িকা।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নিঝুম বলেন, আমি ড্রাইভিং পারি না এবং আমার স্বামীও বাসায় ছিল না। তাই নিজের গাড়ি রেখে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি। পরে উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন, আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিলেন চালক।

বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমাকে এখানেই নামিয়ে দিতে বলি। তখন তিনি আমাকে বলেন চুপ থাক, কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।

আরও পড়ুন: মরণোত্তর সম্মাননা পাচ্ছেন পাপিয়া সারোয়ার

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমারা নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করবো? আজকে যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেতো?

প্রসঙ্গত, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। 

এসি/কেবি

নায়িকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন