ছবি: সংগৃহীত
হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি নতুন একটি সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন। সবশেষ এই তারকাকে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইট এন্ডস উইথ আস’ ছবিতে দেখা গিয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
তারপর এটিই হতে চলেছে তার প্রথম সিনেমা। দ্য হলিউড রিপোর্টার-এর প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই এ অভিনেত্রীকে রোমান্টিক-কমেডি থ্রিলার ছবি ‘দ্য সারভাইভাল লিস্ট’-এর প্রধান চরিত্রে দেখা যাবে।
ঘোষণাটি ঘিরে তার ভক্তদের মাঝে উচ্ছ্বাস তৈরি হয়েছে। ছবির গল্পে দেখা যাবে, অ্যানি নামে এক তরুণীকে, যে অনিচ্ছা সত্ত্বেও একটি সারভাইভাল শোতে অংশ নেয়। শোটি পরিচালনা করছেন খ্যাতনামা সারভাইভাল বিশেষজ্ঞ চপার লেন।
কিন্তু দুর্ঘটনায় তারা দুজনেই একটি নির্জন দ্বীপে আটকা পড়ে। সেখানে অ্যানি আবিষ্কার করে, লেন আসলে একজন প্রতারক। এরপর সে নিজেই দায়িত্ব নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে এবং দ্বীপ থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে।
রোমান্টিক-কমেডি জনরার এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন টম মেলিয়া। ‘রাই লেন’-এর মতো আলোচিত সিনেমাতেও যার কাজের অভিজ্ঞতা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন জাস্টিন বালডোনি।
এই ছবির কাজ আরও আগেই শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে আইনি জটিলতার কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে এ প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এটি কবে নাগাদ মুক্তি পেতে পারে, সেটা এখনো জানা যায়নি।
খবরটি শেয়ার করুন