বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

নেপালে গ্যাসের সবচেয়ে বড় খনি আবিষ্কার, সুখবর জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৫

#

কেপি শর্মা অলি। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে যৌথ গবেষণায় নেপালে মিথেন গ্যাসের একটি বড় খনি আবিষ্কার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এ খবরকে ‘সুখবর’ বলে অভিহিত করেছেন। এ আবিষ্কার নেপালের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এএফপির।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি গবেষণায় নেপালে প্রায় ৪৩০ বিলিয়ন ঘনমিটার মিথেন গ্যাস মজুত থাকার প্রমাণ মিলেছে। এ গ্যাস নেপালের প্রায় ৫০ বছরের গ্যাসের চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অলি লিখেছেন, ‘নেপালে মিথেন গ্যাসের একটি বড় খনি পাওয়া গেছে। সেখানে ১১২ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি নিঃসন্দেহে সুখবর।’

খনি ও ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা দৈলেখে এ গ্যাসের খনি আবিষ্কার করা হয়েছে। এ বিভাগের ভূতত্ত্ববিদ প্রকাশ লুইটেল এএফপিকে বলেন, ‘এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তখন আমরা জানতে পারব, কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে।’

খনি ও ভূতত্ত্ব বিভাগের মুখপাত্র মুকুন্দ ভট্টরাই বলেন, ‘আশা করা হচ্ছে, চূড়ান্ত প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। তখনই আমরা পরবর্তী ধাপের তথ্য পাব।’ তিনি জানান, এখন পর্যন্ত ১৩ হাজার ১৬৬ ফুট গভীরতায় খনন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি উৎপাদন বাড়ালেও নেপালের আমদানির শীর্ষে রয়েছে পেট্রোলিয়াম পণ্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, নেপাল গত ১০ মাসে পেট্রোলিয়াম পণ্যের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে, যা মোট আমদানির প্রায় ১৬ শতাংশ।

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন