‘কাদামাটি’ নাটকের দৃশ্যে স্মরণ সাহা। ছবি: জাগরণী থিয়েটারের সৌজন্যে
মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। দীর্ঘদিনের মহড়া ও কারিগরি প্রদর্শনী শেষে নাটকটি নিয়ে দর্শকদের সামনে আসতে প্রস্তুত জাগরণীর নাট্যকর্মীরা। আগামী ৪ঠা জুলাই মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে কাদামাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটি লিখেছেন অনিকেত পাল এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
৪ঠা জুলাই কাদামাটি নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে হাজির থাকবেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশের সভাপতি আবদুস সেলিম। আরও থাকবেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুল বিশ্বাস ও শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক আবদুল কাদের তালুকদার।
কাদামাটি নাটকে একক অভিনয়ে দেখা যাবে স্মরণ সাহাকে। তিনি বলেন, ‘কাদামাটি আমাদের জীবনের গল্প। এর আগে কোনো নাটকে একক অভিনয় করিনি। এবারই প্রথম সেই সুযোগ হলো। তাই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। নিজেকে সেভাবেই প্রস্তুত করেছি।’
কাদামাটি নাটকে সেট ও লাইট ডিজাইনে রয়েছেন পলাশ হেনড্রি সেন, আবহ সংগীতে রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা এবং প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।