বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

ফজর নামাজের পর ভারতকে শিক্ষা দিতে চেয়েছিলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আবারও প্রকাশ্যে স্বীকার করেছেন, ৯ ও ১০ই মে'র মধ্যরাতে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল। তিনি এটিও স্বীকার করেন ‘অপারেশন সিঁদুর’ নামের এ অভিযানের বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত ছিল না। খবর এনডিটিভির।

শাহবাজ দাবি করেন, পাকিস্তান ওই দিন ভোররাত ৪টা ৩০ মিনিটে অর্থাৎ ফজরের নামাজের পরপরই ভারতের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার আগেই ভারত ‘ব্রহ্মস’ মিসাইল ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে হামলা চালায়, যার মধ্যে রাওয়ালপিন্ডির বিমানবন্দরও ছিল।

আজারবাইজানে এক ভাষণে এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শাহবাজ শরিফ এর আগেও স্বীকার করেছেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৯ই মে রাতে ভারতের আগ্রাসনের জবাবে আমরা পরিমিত প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্ত নিই। আমাদের সশস্ত্র বাহিনী ফজরের নামাজের পর ভোররাত ৪টা ৩০ মিনিটে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই সময় আসার আগেই ভারত আবারও ব্রহ্মস মিসাইল হামলা চালায় এবং পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আঘাত হানে, যার মধ্যে রাওয়ালপিন্ডি বিমানবন্দর অন্যতম।’

‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের এ হামলা ছিল একটি লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান, যা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোর ওপর চালানো হয়। গত ২২শে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়।

এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্বীকার করেন, ১০ই মে ভোরে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিসহ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

এইচ.এস/

শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন