ছবি: সংগৃহীত
তুলাসহ তৈরি পোশাকের বিভিন্ন কাঁচামাল পণ্যে উৎসে কর প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ই জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২নং আইন) এর ধারা ৩৪৩ এ প্রদত্ত ক্ষমতাবলে, উৎসে কর বিধিমালা, ২০২৪ এর বিধি ৮ এর উপ-বিধি অনুযায়ী পণ্যগুলোর আমদানির ক্ষেত্রে আমদানি করা পণ্যমূল্যের ওপর উৎসে কর সংগ্রহের হার ০ শতাংশ (শূন্য শতাংশ) নির্ধারণ করা হলো।
পণ্যগুলোর মধ্যে রয়েছে— তুলা (বাছাই করা তুলা, আঁচড়ানো তুলা), সিনথেটিক স্টেপল ফাইবার, অ্যাক্রেলিক, আর্টিফিশিয়াল স্ট্যাপল ফাইবার ইত্যাদি।
চলতি বছর তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করেছিল এনবিআর। এই সিদ্ধান্তের সমালোচনা করেন ব্যবসায়ীরা।
জে.এস/
খবরটি শেয়ার করুন