মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আবারও সালমানকে হত্যার হুমকি, পুলিশের জালে যুবক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে দুইবার হুমকি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। প্রতিবার নতুন নতুন দাবি করে ভাইজানকে হত্যার হুমকি আসছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায়  বিষ্ণোইদের আরাধ্য হরিণ খুন করাতেই সালমান এই হুমকি পাচ্ছেন।

সোমবার (৪ঠা নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এ হুমকির বার্তা এসেছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া ৩৫ বছরের এক যুবককে।

ফোনে যে হুমকি এসেছে তাতে বলা হয়, ‘লরেন্সের ভাই বলছি, সালমান খানকে যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে ৫ কোটি টাকা দিতে হবে। দুটির কোনটিই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনো নজর রাখছে’। কিন্তু পরে জানা গেছে, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। তিনি কর্নাটকের বাসিন্দা। তার পেশা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম

তবে ৫ কোটি টাকা চেয়ে এ প্রথম নয়, হুমকির বার্তা আগেও এসেছে। গত ১৮ই অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে দ্রুত ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এরপরই তৎপর হয় মুম্বাই পুলিশ। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশের অভিযোগে জানা গেছে, বিষ্ণোইয়ের নাম করে সে-ও সালমানকে হুমকি দিয়েছিল! এই একই কায়দায় হুমকি পাঠিয়েছে কর্নাটকের বিক্রমও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমকিবার্তা আসছে সালমানের কাছে। কিন্তু এতে ভয় না পেয়ে সালমান তার কাজ চালিয়ে যাচ্ছেন।

এসি/ আই.কে.জে/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন