রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

ইন্ডিয়া টুডের খবর মিথ্যা ও বানোয়াট: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনাবাহিনীর কথিত ‘সামরিক ক্যু’র সম্ভাবনা নিয়ে ভারতীয় সাংবাদমাধ্যমের ‘খবরের’ প্রতিবাদ জানিয়েছে ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর’ (আইএসপিআর)।

‘খবরে’ প্রকাশিত তথ্য ‘মিথ্যা ও বানোয়াট’ বলে আজ মঙ্গলবার (২৫শে মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। খবর বিবিসি বাংলার।

প্রতিবাদ বার্তায় ওই ‘প্রতিবেদন’কে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সাংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে সম্প্রতি ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক’ শিরোনামে ওই ‘প্রতিবেদন’ প্রকাশ করা হয়।

আইএসপিআর জানিয়েছে যে, সেনাবাহিনীতে কোনো জরুরি বৈঠকের আয়োজন করা হয়নি। যেটি অনুষ্ঠিত হয়েছে, সেটি একটি নিয়মিত বৈঠক ছিল।

নিয়মিত বৈঠককে ‘জরুরি’ হিসেবে বর্ণনা করে বিশ্বাসযোগ্য কোনো সূত্র বা প্রমাণ ছাড়াই ‘প্রতিবেদন’টি তৈরি করা হয়েছে।

ফলে ‘খবর’টিকে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।

বিবতিতে বলা হয়, ‘প্রতিবেদন’টিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। ‘আসন্ন অভ্যুত্থান’ সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে।  

এর প্রতিবাদ জানিয়ে ভারতীয় গণমাধ্যমটিকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনী জাতির সেবার অঙ্গীকারে অবিচল। গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজে বাহিনীর প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানানো হয় বিবৃতিতে।

এইচ.এস/

আইএসপিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন