রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ *** গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জামায়াতকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি নেতাদের: ফরহাদ মজহার *** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা *** রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বাস সরবরাহের দাবি নিয়ে যে ব্যাখ্যা দিল আইএসপিআর *** শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ

ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মে মাসে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান ঘটে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পেছনে তার দেশের কৃতিত্ব দাবি করেন আমেরিকান প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে রিপাবলিকান কংগ্রেস সদস্যদের সঙ্গে নৈশভোজকালে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে ওই তথ্য জানান। খবর রয়টার্সের।

ট্রাম্প বলেন, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর শুরু হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে পাঁচটির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। মে মাসে যুদ্ধবিরতির হলে ওই পরিস্থিতি শান্ত হয়। তবে ভারত নাকি পাকিস্তান, কোন পক্ষের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

ভারত-পাকিস্তান সংঘাত প্রসঙ্গে বিস্তারিত কিছু উল্লেখ না করে ট্রাম্প বলেন, ‘প্রকৃতপক্ষে বিমানগুলোকে আকাশ থেকে গুলি করে নামানো হচ্ছিল। পাঁচটা, পাঁচটা, চার বা পাঁচটা। তবে আমার মনে হয়, পাঁচটা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল।’ পাকিস্তান দাবি করেছে, তারা সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

অন্যদিকে ভারতের শীর্ষ জেনারেল মে মাসের শেষের দিকে বলেছিলেন, প্রথম দিন বিমানবাহিনীর ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল পরিবর্তন করে এবং তিনদিন পর যুদ্ধবিরতির আগে তারা ভালো অবস্থানে দাঁড়াতে পেরেছিলেন।

ভারতের দাবি, তারা পাকিস্তানের ‘কয়েকটি যুদ্ধবিমান’ ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদ বিমানঘাঁটিগুলোতে হামলার কথা স্বীকার করলেও কোনো বিমান হারানোর কথা অস্বীকার করেছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন