ফাইল ছবি
রাষ্ট্রপতির বাসভবন—বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানোটা ‘অন্যায়’ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। গতকাল শুক্রবার (৩১শে অক্টোবর) ঢাকার তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে ‘প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক সম্মেলনে’ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের পর একই বছরের ১১ই নভেম্বর বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়।
সেদিন এক ফেইসবুক পোস্টে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, বঙ্গভবনের দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে আর কোথাও দেখা যাবে না।
সে প্রসঙ্গ ধরে সেলিম বলেন, শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামিয়ে দিয়েছে। খুব অন্যায় কাজ করেছে। মুজিবের ছবি নামানো ঠিক হয়নি। মুজিবের ছবি থাকবে, কিন্তু পাশে ভাসানীর ছবিও রাখতে হবে। পাশে কর্নেল তাহেরের ছবিও রাখতে হবে। পাশে মনি সিংহের ছবিও রাখতে হবে।
তিনি বলেন, এই সরকারকে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে৷ সমস্ত দলীয় সংযোগ অবিলম্বে ছিন্ন করে দিতে হবে। তা না হলে এই সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে না। এটা সমস্ত জনগণই বোঝে।
বৈষম্যের বিরোধিতা করে অভ্যুত্থান হলেও বৈষম্য দূর হয়নি মন্তব্য করে তিনি বলেন, সম্ভাবনা এবং সংকটের এক দোলাচলের ভেতরে আমরা চলছি। গণ-অভ্যুত্থান হয়েছে। বলা হলো, এটা হল বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান। আমি ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই, দেড় বছর পার হয়ে যাচ্ছে, বৈষম্য দূর করেছেন? এক ইঞ্চি বৈষম্য দূর হয়নি।
খবরটি শেয়ার করুন