রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

লঙ্কানদের কাছে হারের পর ধাক্কা খেলেন শান্ত-মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পিছিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পাল্লেকেলেতে গতকাল মঙ্গলবার (৮ই জুলাই) সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানে হেরে বাংলাদেশ সিরিজ খুইয়েছে। সিরিজজুড়ে বাজে পারফরম্যান্সের কারণে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা দুঃসংবাদ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আইসিসি আজ বুধবার (৯ই জুলাই) র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। নতুন র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে যান শান্ত। মিরাজ পিছিয়েছেন পাঁচ ধাপ। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনি অবস্থান করছেন ৭২ নম্বরে। শান্ত-মিরাজ দুজনেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৭ রান করেছেন। শান্ত ও মিরাজের রেটিং পয়েন্ট ৫৭২ ও ৪৬২।

শান্ত-মিরাজের অবনতি হলেও তার সতীর্থদের উন্নতি হয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন জাকের আলী অনিক। তার রেটিং পয়েন্ট ৪৮৯। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ৩৪ গড়ে ৭৩.৩৮ স্ট্রাইক রেটে জাকের করেন ১০২ রান। 

যার মধ্যে কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে তার ফিফটি রয়েছে। ৭ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয় এখন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৫১ নম্বর ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ফিফটিতে তার রান ১০২। হৃদয়ের রেটিং পয়েন্ট ৫১৯।

শ্রীলঙ্কা সিরিজে লিটন দাস খেলেন এক ম্যাচ। কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে তিনি আউট হয়েছেন শূন্য রানে। আইসিসির হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে নেমে গেছেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন