মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

আবারো নতুন চমক নিয়ে এলেন রুনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বয়স থামিয়ে রাখা অভিনেত্রী রুনা খান এখনো হাসিতে তারুণ্যের ঝলক ধরে রেখেছেন। অভিনয় দিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রী আবারো নতুন চমক নিয়ে এলেন।

তার মতে চুল কাটার ধরন ফ্যাশন ও লাইফস্টাইলের একটি গুরুত্বপূর্ণ অংশ। চুল নিয়ে তার বাড়তি রকমের মনোযোগ রয়েছে। তাই নিজের চুল নিজেই কাটতেন। যদি হাতের কাছে চুল কাটার ভালো যন্ত্র না থাকত, ফ্যাশন সচেতন এই অভিনেত্রী চাকু, বটি দিয়েই নিজের চুল কাটতেন। ছোটবেলা থেকেই তার এই অভ্যস্ততা বর্তমানেও বলবৎ।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'নিজের চুল নিজের হাতে কাটা আমার পুরোনো অভ্যাস। বটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে অনেকগুলো নাটকের কাজও করেছি। এদেশে নারীরা ইচ্ছামতো কিছু করতে পারেন না। আমিও পারি না। তবে এই যে, আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন। বটি, কাঁচি, চাকু যা ইচ্ছে তা দিয়ে। নারী হয়ে অনেক কিছু না পারার ব্যর্থতা এই ইচ্ছাপূরণের মাধ্যমে ভুলে থাকি। আনন্দ পাই।'

আরও পড়ুন: সেরা অভিনেতা শাহরুখ, সেরা অভিনেত্রী হলেন রানি মুখার্জি

তিনি মাঝে মাঝেই ফটোশুটে অংশ নেন এবং পোশাক ও স্টাইল দিয়ে নজরে আসেন। ফ্যাশন ও জীবনবোধ নিয়ে কথা বলে তিনি বরাবরই আলোচনায় এসেছেন। ফ্যাশন সচেতন এই অভিনেত্রী ফ্যাশন প্রসঙ্গে বলেন, 'পোশাক বিশ্বকে পরিবর্তন করে ফেলতে পারবে না। কিন্তু যে নারী ওই পোশাক পরবেন তিনি পারবেন।'

২০১৭ সালে হালদা চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 'গহীন বালুচর' ও 'ছিটকিনি' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এসি/ আই.কে.জে/

রুনা খান নতুন চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন