বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না: র‍্যাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারী সংগঠন থাকবে না। যত দিন শান্তির পথে আসবে না, তত দিন যৌথবাহিনীর অভিযান চলমান থাকবে। 

বুধবার (১৭ই এপ্রিল) বান্দরবান সার্কিট হাউসে বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

বান্দরবানে ২রা এপ্রিল রুমায় সোনালী ব্যাংক ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন শেষে ৱ্যাবের মহাপরিচালক এ বিষয়ে কথা বলেন। 

এম খুরশীদ হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না। রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে সন্ত্রাসীরা রুমা ও থানচিতে যে ঘটনা ঘটিয়েছে তা থেকে ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করলে আমরা তাদের পুর্নবাসনের ব্যবস্থা করবো। তাদেরকে শান্তির পথে ফিরে আসার অনুরোধ করছি। 

আরও পড়ুন: ২২শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ন্যাপ এক্সপো

তিনি আরও বলেন, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) যদি চায়, জেলা প্রশাসক, শান্তি প্রতিষ্ঠা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যেকোনো মাধ্যমে আলোচনা করে শান্তির পথে আসতে পারবে। যত দিন তারা শান্তির পথে আসবে না, তত দিন তাদের বিরুদ্ধে (সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের) যৌথ অভিযান চলমান থাকবে। 

সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বান্দরবান শাখা ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, বান্দরবান বিজিবি সদর সেক্টরের কর্নেল সোহেল আহমেদ, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন,  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসকে/ 

র‌্যাব কেএনএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন