বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার *** রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে *** শুল্কে সুবিধা পেতে আমেরিকার গম বাড়তি দামে কিনবে সরকার *** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৯ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

ফিল্ম ফেডারেশনের নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের। ছবি: সংগৃহীত

বরেণ্য চলচ্চিত্রকার ও স্থপতি মসিহউদ্দিন শাকের ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১২ই জুলাই ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটি আজ সোমবার (১৪ই জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এফএফএসবির সহসভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। সংগঠনটির সভাপতি, স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ই ফেব্রুয়ারি প্রয়াত হন। সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় তার প্রয়াণের পাঁচ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির নতুন সভাপতি নির্বাচিত হলেন মসিহউদ্দিন শাকের।

চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ছবি ‘সূর্য দীঘল বাড়ী’র নির্মাতাদের একজন মসিহউদ্দিন শাকের। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন কর্মী ছিলেন।

গত শতাব্দীর ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রবিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা ও প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রের বুদ্ধিবৃত্তিক কাজে অংশ নেন। এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

জে.এস/

মসিহউদ্দিন শাকের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন