ছবি: সংগৃহীত
লামিনে ইয়ামাল এবার মৌসুমজুড়ে গোল করে ও গোল করিয়ে একের পর এক জয়ে অবদান রেখেছেন। পুরো মৌসুম দারুণভাবে কাটানোর পরও ইয়ামালের চ্যাম্পিয়নস লিগ ট্রফিটা অধরাই থেকে গেছে। সম্প্রতি মৌসুম শেষে এক সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। খবর এফসিবিএনের।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পার্তিদাসো দে কোপে’কে দেওয়া এক রিয়াল মাদ্রিদে খেলার সম্ভাবনা নিয়ে ইয়ামাল বলেছেন, ‘আমার ক্যারিয়ারে কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অসম্ভব।’
এ ছাড়া আগামী মৌসুমে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘আমি প্রতিবছর উন্নতি করব। আগামী বছরে আমি আরও বেশি গোল করব, আরও বেশি অ্যাসিস্ট (গোল করানো) করব। আর শারীরিকভাবে এখনকার চেয়ে বেশি শক্তিশালী হব।’
তবে এর পাশাপাশি বার্সা সম্পের্কে মানুষের ভাবনার বিষয়ে ইয়ামাল বলেন, ‘আমরা উন্নতি করছি, কিন্তু আমাদের বিশ্বাস থাকতে হবে, আমরা সেরা। মাদ্রিদ যখন আর্সেনালের কাছে হারল, তখনো সবাই তাদের ফেরার সম্ভাবনায় বিশ্বাস রেখেছিল। কিন্তু আমরা ইন্টারের সঙ্গে ড্র করার পর সবাই আমাদের নিয়ে সন্দেহ করেছিল। এ দৃষ্টিভঙ্গি বদলানো দরকার।’
বার্সার সঙ্গে ইয়ামালের সম্পর্ক ক্লাবের সাধারণ একজন খেলোয়াড়ের সম্পর্কের চেয়ে বেশি কিছু। এর ফলে তার পক্ষে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের কথা বিবেচনা করা অসম্ভব বলে বিবেচিত হওয়া স্বাভাবিক।
রিয়াল ও বার্সার মধ্যে আনুষ্ঠানিক কোনো চুক্তি করা না থাকলেও নিজেদের মধ্যে খেলোয়াড় কেনাবেচা একরকম ‘নিষিদ্ধ’ই বলা চলে। উভয় দল এ বিষয়টি মেনে আসছে।
আরএইচ/