সকালে রোদের দেখা মিললেও বেলা গড়াতেই ঝপঝপ করে নামে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তর আগেই আজ বৃহস্পতিবারের (১লা মে) পূর্বাভাসে জানিয়েছিল, দেশজুড়ে বৃষ্টি হতে পারে।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু'-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির কথা বলা হয়েছিল।
এ ছাড়া আজ বজ্রপাত নিয়ে কিছু সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১১টা ৪৫ মিনিট থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন