ছবি: সংগৃহীত
বলিউডের অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার কয়েক মাস পর ভারতের মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ এক হাজার পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছে। ওই চার্জশিটে এ ঘটনার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রমাণ রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘মুম্বাই পুলিশ জানিয়েছে- এ অভিযোগপত্রে গ্রেপ্তার অভিযুক্ত শরীফুল ইসলামের বিরুদ্ধে পুলিশ যে বেশ কয়েকটি প্রমাণ পেয়েছে, এর উল্লেখ আছে। অভিযোগপত্রটি এক হাজার পৃষ্ঠারও বেশি দীর্ঘ।’
এতে আরও উল্লেখ করা হয়েছে, ‘ফরেনসিক ল্যাবের রিপোর্টে হাইলাইট করা হয়েছে- ঘটনাস্থলে সাইফ আলি খানের শরীর ও অভিযুক্তের কাছে পাওয়া ছুরির টুকরোগুলো একই ছুরির তিনটি টুকরো ‘
আরও বলা হয়েছে, চার্জশিটে সাইফ আলি খান, তার স্ত্রী বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর, তাদের গৃহকর্মী ও অন্যারাসহ ৭০ জনেরও বেশি সাক্ষীর বক্তব্য রয়েছে।
অভিযোগপত্রে বিশদভাবে বলা হয়েছে, অভিযুক্তরা বান্দ্রা থেকে দাদর এবং এরপর ওরলি যাওয়ার সময় কীভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন