ছবি: সংগৃহীত
আমেরিকা ভারতের রপ্তানির ওপর যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে, তা কার্যকর হবে আজ বুধবার (২৭শে আগস্ট) রাত ১২টা ০১ মিনিট থেকে। এর ফলে ভারত থেকে আমদানি করা বহু পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়াবে ৫০ শতাংশ।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার কারণে মস্কো ইউক্রেন যুদ্ধ চালাতে অর্থ পাচ্ছে, আর তারই শাস্তি হিসেবে এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।
এর আগে ১লা আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের ওপর এ নতুন শুল্ক যোগ হবে। ফাইন্যান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, এ সিদ্ধান্ত শুধু ভারত নয়, বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা ডেকে আনবে এবং মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার এ পদক্ষেপকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে। নয়াদিল্লির যুক্তি, ভারত তার জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ অনুযায়ী তেল আমদানি করে থাকে এবং এর সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিশ্লেষণ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের প্রায় ৮৭ বিলিয়ন ডলারের রপ্তানি এ শুল্কে সরাসরি প্রভাবিত হবে, যা দেশের জিডিপির প্রায় ২ দশমিক ৫ শতাংশ।
তবে এ শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বস্ত্র, রত্ন ও অলংকার, চামড়া, রাসায়নিক এবং অটো যন্ত্রাংশ খাত। বিশ্লেষকদের ধারণা, এর ফলে চীন, ভিয়েতনাম, বাংলাদেশসহ অন্যান্য এশীয় দেশ আমেরিকার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পাবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন