সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

এ বছর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বর–অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় নারীরা। দুই প্রতিবেশী দেশের সবগুলো ম্যাচই হবে চায়ের শহর সিলেটে।

রোববার (২৮শে এপ্রিল) সিরিজের প্রথম ম্যাচ মাঠে নামবে দুই দল। এর আগে আজ সিলেটের সুরমা নদীর তীরে ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জোতি এবং তার ভারতীয় প্রতিপক্ষ হরমনপ্রীত কৌর।

মাঠে নামার আগে শুক্রবার সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশের মেয়েরা। অনুশীলন শেষে সহ-অধিনায়ক নাহিদা আক্তার প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেন, আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আরো একটা দিন আছে, আশা করি ভালো প্রস্তুতি হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট সিরিজ দেখা যাবে যেভাবে

গত বছর জুলাই মাসে ঘরের মাঠে এই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র এবং টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ এবার আগের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নাহিদার কথায়, আমাদের চেষ্টা থাকবে ভালো খেলে কিভাবে আমরা জয়লাভ করতে পারি। আমরা ভালো ছন্দে আছি, যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব।

সিরিজের পরের ম্যাচগুলো যথাক্রমে ৩০শে এপ্রিল, ২রা মে, ৬ই মে ও ৯ই মে। সিরিজের সব ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।

এসকে/ 

বাংলাদেশ-ভারত সিরিজ ট্রফি উন্মোচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন