সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার

বন্যায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বষর্ণে জলাবদ্ধতা এবং ভুমিধসে ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারকে আর্থিক সহায়তা ও অনুদান দিয়েছে খাগড়াছড়ি সেনা সদর জোন।

বুধবার (৩০শে অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর জোনে জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্তদের মাঝে হাতে তুলে দেন।

প্রধান অতিথি জোন কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি বিতরণ অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে জলাবদ্ধতা ভুমি ধস এবং প্লাবিত হয়ে ঘরবাড়ি, ফসলাদি, গবাদিপশুসহ বিভিন্ন আসবাপত্রের ব্যাপক ক্ষতিসাধন হয়। যার উদ্ধার কার্যক্রমে খাগড়াছড়ি জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে যথাযথ ভুমিকা পালন করেছে। আজ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের মাঝে খাগড়াছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করে। জোন এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সঙ্গে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

অনুদানে যা ছিল ঢেউটিন, টিউবওয়েল, সেলাই মেশিন, ছাগল, সার, বীজ ক্রয় এবং ঘরের আসবাপত্র ক্রয় করতে নগদ অর্থ প্রদান করা হয়। 

এছাড়া জোনের উপ-অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি সদর জোন জানায়, খাগড়াছড়ি সদর জোনের আওতাধানী সদরের বিভিন্ন এলাকার ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২২৫ পরিবারের মাঝে ১৫ লাখ ৬০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বন্যার্তরা জানান, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টিউবওয়েল পর্যন্ত ক্ষতি হয়েছে। আজ সেনাবাহিনীর মানবিক সহায়তা পেয়ে আমরা খুব খুশি এবং কৃতজ্ঞতা জানাই।

ওআ/কেবি



সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন