রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ *** ফিলিস্তিন স্বাধীন হলে গ্যাসক্ষেত্র থেকেই বছরে আয় করবে ৪০০ কোটি ডলার *** ফোন করে জামায়াতের আমিরের খোঁজ নিলেন সেনাপ্রধান

আমদানি শুরু হওয়ায় কাঁচা মরিচের বাজার সহনীয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হঠাৎ ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। গত ছয় দিনে ৩৪ হাজার ২০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ই জুলাই থেকে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মরিচ আমদানি শুরু হয়। এরই মধ্যে ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ৮৩৮ টন কাঁচা মরিচ দেশের বাজারে প্রবেশ করেছে।

এখন রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। পাইকারি বাজারে তা আরও কম, ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। যেখানে মাত্র কয়েক দিন আগেই এ দাম উঠেছিল ২৫০ থেকে ৩০০ টাকায়।

টানা বৃষ্টিতে মাঠঘাট ডুবে যাওয়ায় স্থানীয়ভাবে মরিচের সরবরাহ ব্যাহত হয়। ব্যবসায়ীরা জানান, এতে হঠাৎ করেই বাজারে ঘাটতি দেখা দেয়, যা দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে এখন প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি হওয়ায় দাম কমে আসছে। আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম আর বাড়ার আশঙ্কা নেই।

রাজধানীর সেগুনবাগিচা বাজারে গতকাল বুধবার (১৬ই জুলাই) খুচরায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৮০ টাকা কেজি। গত সপ্তাহের শুরুতেও কাঁচা মরিচের দাম ছিল ১০০-১২০ টাকা কেজির মধ্যে। সেগুনবাগিচা বাজারের সবজি বিক্রেতা মো. মিন্টু বলেন, গত বৃহস্পতিবার হঠাৎ করে পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) কাঁচা মরিচের দাম উঠেছিল ১ হাজার ২০০ টাকা। এতে খুচরাতে দাম বেড়ে ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়। তবে এখন কমে এসেছে। আমদানির মরিচ বাজারে আসতে থাকায় দাম আর বাড়ার আশঙ্কা নেই।

হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ গত বছরের ১৪ই নভেম্বর হিলি দিয়ে তিনটি ট্রাকে ৩১ টন ৮৩ কেজি মরিচ আমদানি হয়েছিল। এরপর ৭ মাস ২৬ দিন বন্ধ থাকার পর এবার আমদানি ফের শুরু হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপপরিচালক (আমদানি) মো. আশরাফুল আলম বলেন, ‘সাধারণত বর্ষাকালে বেশি বৃষ্টি হলে মরিচের জমি নষ্ট হয়ে যায়। এতে দাম বাড়ে। তাই আমরা আগাম প্রস্তুতি হিসেবে ৯ই জুলাই থেকে আমদানির অনুমোদন প্রক্রিয়া শুরু করেছি। বাজারে দাম বেড়ে যাওয়ার পর আমদানি শুরু হয়। এতে দামও কমে আসে।’

জে.এস/

কাঁচা মরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন