মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

পকেট পরোটা বিক্রি ছেড়ে ভাইরাল রাজুদা আসছেন ওয়েব সিরিজে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

কলকাতার রাস্তায় ফুড ব্লগারদের হাত ধরে খাবারের দোকানগুলির জনপ্রিয়তা বেড়েছে বেশ কিছু বছর ধরে আর সেই তালিকায় অন্যতম নাম রাজু’দা এবং তার বিখ্যাত পকেট পরোটা।

রাজুদার দোকান ও তার জীবনের কাহিনী এখন সবার কাছে পরিচিত। সম্প্রতি, তিনি তার নতুন উদ্যোগের খোজ দিয়েছেন, যা মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

রাজুদা ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান, তিনি এবার নতুন এক রূপে ধরা দেবেন। ভিডিওতে তিনি বলেন, 'আজকে আমি কোথাও ইনভাইটেড আছি, সেটা হলো ওয়েব সিরিজের জন্য। খুব তাড়াতাড়ি হইচইতে এটা দেখতে পারবেন।' যদিও তিনি স্পষ্ট করেননি, ওয়েব সিরিজটি কী? আর তার গল্পই বা কী?

তবে একটি কথা নিশ্চিত, রাজুদা সেখানে খালি হাতে যাচ্ছেন না। সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরোটা এবং আনলিমিটেড তরকারি। তিনি বলেন, 'পরোটা আর তরকারি নিয়ে যাচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, অ্যাপেল পেঁয়াজ এবং সেদ্ধ ডিমও থাকবে।'

আরও পড়ুন: ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্কে নতুন সমীকরণ, অনুরাগীদের কৌতূহল চরমে

এই ভিডিও দেখে তার ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন, এক ব্যক্তি লিখেছেন, 'আপনার জন্য অনেক ভাল কিছু অপেক্ষা করছে, অনেক ভালবাসা রইলো।' অন্য একজন বলেছেন, 'দাদা, আপনার জন্য বলছি, আপনি একজন সাদাসিধে মানুষ। ফুড ব্লগারদের প্রচারের বদলে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।' 

রাজুদা শিয়ালদহ চত্বরে ও শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন। তিনি ২০ টাকায় তিনটি পরোটা এবং আনলিমিটেড তরকারি দেন, যার জন্য লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ। এবার সেই জনপ্রিয়তা যে আরও বাড়তে চলেছে, তা স্পষ্ট। 

এসি/কেবি 

ভাইরাল রাজুদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন