বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি *** পরীক্ষিত প্রার্থীরাই নির্বাচিত হবেন, প্রত্যাশা জাবির নারী শিক্ষার্থীদের *** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস

৩৪০ কেজি জেলি পুশ করা চিংড়ি উদ্ধার, জরিমানা ৫৬ হাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৮ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

যশোরে দুটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ যশোরের ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত চিংড়ি ধ্বংস করে দুটি বাসের মালিককে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়।

১৪ই মার্চ (বৃহস্পতিবার) রাত ১টার দিকে যশোর শহরের মনিহার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর র‌্যাব-৬, সিপিসি-৩ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোর মনিহার মোড় হয়ে হিমেল সীমান্ত নামক একটি বাস সাতক্ষীরা থেকে শেরপুর ও অপর একটি আসিফ স্পেশাল বাস সাতক্ষীরা থেকে রংপুর যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে মধ্য রাতে মনিহার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি উল্লিখিত হিমেল সিমান্ত ও আসিফ স্পেশাল নামক দুটি বাস গতিরোধ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে হিমেল সিমান্ত বাসে ৫টি ককসিট ও আসিফ স্পেশাল বাসে ৬টি ককসিটসহ মোট ১১টি ককসিট ভর্তি আনুমানিক ৩৪০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। 

জেলি পুশ চিংড়ি জব্দ করা হয় এবং উক্ত হিমেল সিমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্ত লালকে ২৭ হাজার টাকা ও আসিফ স্পেশাল বাসের মালিক আব্দুল মান্নান’কে ২৯ হাজার টাকা, মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে অপদ্রব্য জেলি পুশ চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে

র‌্যাব ভ্রাম্যমাণ আদালত উদ্ধার চিংড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন