ছবি: সংগৃহীত
টঙ্গীর তুরাগতীরে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সব ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ। বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। সকাল সাড়ে ৯টায় তালিম হয়। ১০টা থেকে শুরু হয় খিত্তায় তালিম। জোহরের নামাজের পরে বয়ান হয় যার তরজমা করেন, মাওলানা মোস্তফা খলিল। আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর, তরজমা করেন মাওলানা রুহুল আমিন। আসরের বয়ানের পর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : শরীরে স্যাটেলাইট ডিভাইস লাগিয়ে সাগরে ছাড়া হলো চার কাছিম
তৃতীয় ধাপের ইজতেমায় অংশ নিতে ৪৮টি দেশের ১ হাজার ৪৫০ জন মুসল্লি ময়দানের উত্তর-পশ্চিমাংশে বিদেশি খিত্তায় অবস্থান করছেন। আখেরি মোনাজাত শেষে তারা আরও এক দিন ময়দানে অবস্থান করতে পারেন।
এস/ আই.কে.জে