মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

প্রবাসীদের ভোট দেওয়ার পথ খুঁজতে অংশীজনদের সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার (২৯শে এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ৯টায় প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন-সংক্রান্ত এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৮শে এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেমিনারে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা যায়, এর আগে ৮ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। 

এরপর ঢাবি, বুয়েট ও এমআইএসটির প্রযুক্তিবিদরা এ নিয়ে তিনটি প্রতিবেদন জমা দিয়েছেন। তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে—সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে কোনো একটি একক পদ্ধতির ওপর ভরসা রাখতে পারেননি কর্মশালায় অংশ নেওয়া প্রযুক্তিবিদরা।

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন