বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

বর্তমান সময়ের নায়িকাদের নিয়ে এ কি বললেন ওমর সানী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়ক ওমর সানী। এই নায়ক মনে করেন, নব্বইয়ের পরে ঢালিউডে কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। বাকি সব ভন্ডামি।  তিনি নব্বইয়ের দশকের নায়িকাদের ‘স্টার’, ‘সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘আমি অনেক ভাগ্যবান, আমাদের সময়ে নায়িকা হিসেবে, মৌসুমী, শাবনুর চম্পা, দিতি, লিমা, অরুনা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমা তাদেরকে পেয়েছি। নব্বই দশক সেরা। এরপর কোনো স্টার বা সুপারস্টার নায়িকা নেই। তারপর বাকিসব ভন্ডামি। বেস্ট নাইন্টি।’

ওমর সানীর এই স্ট্যাটাসে অনেকেই তার পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ নায়কের সমালোচনাও করেছেন। 

বর্তমান সময়ের অভিনেত্রী রাজ রিপা লিখেছেন, ‘ভাইয়া নব্বই আমাদের আইডল, তাদের দেখে মুগ্ধ হয়ে আমরা নায়িকা হতে এসেছি, কিন্তু ডিজিটাল যুগে ডিজিটাল সিনেমা, ভালো সাপোর্ট, এবং হলের সংখ্যা কমে যাওয়াতে আজ আমাদের এই দুর্দশা। তার মধ্যে যে হারে পলিটিক্স হয় যেই সিনেমা আসুক না কেনো সেখানে সাপোর্ট না দিয়ে শুধুই বাধা। যাইহোক, আমরা সবাই স্বপ্ন পূরণে স্ট্রাগল করি। সিনিয়র আপনারা সাপোর্ট দিবেন বেশি বেশি যেন বাংলা সিনেমা যুগে যুগে টিকে থাকে। আপনারা আমাদের নিয়ে সিনেমা বানালেই ইনশাআল্লাহ ভালো কিছু পাবো।’

রিপার এই মন্তব্যের জবাবও দিয়েছেন ওমর সানী। তিনি লিখেছেন, অসম্ভব রকমের সহযোগিতা থাকবে আমাদের। 

আরো পড়ুন: লন্ডনে নতুন অতিথির অপেক্ষায় আনুশকা-বিরাট দম্পতি!

ওমর সানীর ওই স্ট্যাটাসে চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া লিখেছেন, ‘কেয়া, রত্না এরাও কী ভূয়া দুলাভাই? পারলে সবাইকে নিয়ে লিখবেন, না পারলে অন্যকে ভুয়া লিখে নিজেকে ভুয়া প্রমাণ করবেন না। যাই হোক, পূর্নিমা আপু নব্বইয়ে না অনেক পরে আসছে। সম্ভব হলে সঠিক লিখেন।’

এর জবাবে নায়ক লিখেছেন, ‘বেসিক্যালি আমি যাদের সাথে কাজ করেছি তাদের কথাই বলেছি। তোমাদের প্রতি যথেষ্ট পরিমাণ সম্মানবোধ আছে। কিন্তু আমার দুর্ভাগ্য, তোমার সাথে আমার কাজ হয়নি।  

এসি/ আই.কে.জে/



নায়িকা ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন