ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ উগান্ডায় আগামী ২০২৬ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ৮০ বছর বয়সী ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি। এর মধ্য দিয়ে মুসোভেরি দেশটিতে তার প্রায় চার দশকের শাসনামল আরও দীর্ঘ করতে চাইছেন। খবর আল জাজিরার।
গতকাল রোববার (২৯শে জুন) রাতে প্রেসিডেন্ট মুসোভেনি ঘোষণা দেন, আসছে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন। প্রতিনিধিত্ব করবেন নিজের দল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম)।
টানা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্য দিয়ে ১৯৮৬ সালে উগান্ডায় ক্ষমতায় বসেছিলেন মুসোভেনি। এর পর থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের পদে আছেন। এনআরএম দুই দফায় দেশের সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদকাল আর বয়স নিয়ে বিদ্যমান সীমা তুলে নিয়েছে। এর ফলে উগান্ডার প্রেসিডেন্ট পদে মুসোভেনির রয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক কোনো বাধা নেই।
তবে অধিকার গোষ্ঠীগুলো মুসোভেনির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিন্নমত দমন এবং শাসনক্ষমতা পাকাপোক্ত করার অভিযোগ এনেছে। যদিও মুসোভেনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
উগান্ডার প্রেসিডেন্ট মুসোভেনি বলেন, উগান্ডাকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার কোটি ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে চান তিনি। এ জন্য আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে উগান্ডার সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদন ৬ হাজার ৬০০ কোটি ডলারের কম। আসছে জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশটির ভোটাররা নতুন প্রেসিডেন্ট ও সংসদ সদস্য বেছে নেবেন।
বিশ্লেষকদের মতে, প্রায় চার দশক ক্ষমতায় থাকা মুসোভেনির সামনে এবারের নির্বাচনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বিরোধী নেতা ববি ওয়াইন। তার আসল নাম রবার্ট কায়াগুলানয়ি। ৪৩ বছর বয়সী ববি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন। পরে রাজনীতিতে আসেন। ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে হেরে গেলেও ববি ওয়াইন উগান্ডার মানুষের কাছে বেশ জনপ্রিয়। আসছে জানুয়ারির নির্বাচনে আবারও লড়াই করার ঘোষণা দিয়েছেন ববি।
আরএইচ/
উগান্ডার প্রেসিডেন্ট মুসোভেনি উগান্ডার আগামী নির্বাচন পপ তারকা ববি ওয়াইন
খবরটি শেয়ার করুন