মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহে জার্মানের সহযোগিতা চান রেলপথ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

লোকোমোটিভ ও ক্যারেজ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে জার্মানির সহযোগিতা চেয়েছেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ বিষয়ে জার্মান রেলওয়ে বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম স্ট্রটার।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) রেল ভবনে উপদেষ্টার কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎকালে তারা এ বিষয়ে আলোচনা করেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। এটি স্বাক্ষরিত হলে প্রয়োজনীয় আর্থিক, কারিগরি ও নীতি সহায়তা দেওয়া সম্ভব হবে।

জনগণের প্রত্যাশা পূরণ করতে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জনগণের ভোগান্তি লাঘব এবং জনপ্রত্যাশা পূরণ এ সরকারের প্রধান ম্যান্ডেট।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেলপথ সচিব আব্দুল বাকী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলী। 

এসি/কেবি 

উপদেষ্টা ফাওজুল কবির খান জার্মান রাষ্ট্রদূত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন