মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত *** ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরী ৫০ দিন পর টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ১ *** ভারত থেকে আজই দেশে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম *** পাইলট খালি মাঠে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন: বিমানবাহিনীর প্রধান *** ইস্তাম্বুলে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন জরুরি: সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক বিশেষ সেমিনারে বক্তারা বলেছেন, অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি খাতে সংস্কার কমিশন গঠন করলেও সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করেনি। এ কমিশন গঠন জরুরি।

গতকাল শনিবার (২৬শে এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস (এনডিজে) আয়েজিত  ‘বাংলাদেশ ২.০ জাতীয় বাজেট ২০২৫-২৬: সশস্ত্র বাহিনী সংস্কারে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

এদিকে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম শাহীদুজ্জামান বলেন, গত ৫ আগস্টের পর আট মাস পেরিয়ে গেছে। আর ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি খাতে সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু সশস্ত্র বাহিনীর সংস্কারের জন্য এখনো কোনো কমিশন গঠন করেনি।

এ ছাড়া বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রব বলেন, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে। এটি হলে সামরিক বাহিনীর সদস্যরা রাজনৈতিক দলের স্বার্থে কাজ করবেন না।

সেমিনারে সভাপতির বক্তব্যে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ ও চিরস্থায়ী করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে। পরিকল্পিতভাবে ২০০৯ সালে ৫৭ জন সেনা কর্মকর্তাকে পিলখানায় হত্যা করেছে। পাঁচ শতাধিক সেনা কর্মকর্তা ও সহস্রাধিক সৈনিককে চরম অন্যায়-অবিচারের মাধ্যমে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। সামরিক বাহিনীর অতীতের সোনালি দিন ফিরিয়ে আনতে সংস্কার কমিশন গঠন করতে হবে।

গতকাল শনিবার (২৬শে এপ্রিল) আয়োজিত সেমিনারে দেশের তরুণ সমাজ ও সীমান্তের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়। প্রস্তাবে বলা হয়েছে, ১৮ বছরের যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিলে তাদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি পাবে।

আরএইচ/

সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন