প্রতীকী ছবি (সংগৃহীত)
সীমাহীন কষ্ট
- মতিউর রহমান
কষ্টে কষ্টে মনটা আমার হয়েছে পাথর
বুকের ভেতর ভালোবাসা দিয়েছি কবর।
হাসি ভরা দুটি চোখ হয়েছে নদী
এতো কষ্ট হতো কেউ ভালোবাসতো যদি।
এতো কষ্ট দিয়ে তুমি নিজেই প্রতিশোধ
কষ্টের ব্যথা ভালো করার দিলেনা ঔষধ।
তোমার দেয়া কষ্টের আগুন জ্বলে এই বুকে
আমায় কষ্ট দিয়ে তুমি আছো কি সুখে?
আরো পড়ুন : বইমেলায় রণজিৎ সরকারের দুইটি বই
এস/ আই.কে.জে/