বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. কবির (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩১শে আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বখাটে যুবক মো. কবির মিয়া চন্ডিপাশা ইউনিয়নের পূর্ব বাঁশহাটি গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালের দিকে এক স্কুলছাত্রী নান্দাইল রোড উচ্চবিদ্যালয়ের পাশে কিরন মাস্টারের কাছে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে আসার পথে মো. কবির মিয়া নামের এক বখাটে ছাত্রীর মুখ চেপে ধরে নান্দাইল রোড বাজারের আনোয়ার হোসেনের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে নিয়ে ছাত্রীকে স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান।

তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় পথচারীরা গিয়ে কবির মিয়াকে আটক করেন এবং ছাত্রীকে উদ্ধার করেন। পরে কবির মিয়াকে বিদ্যালয়ের পাশে খুঁটিতে বেঁধে রাখেন। একপর্যায়ে কয়েক যুবক কবিরকে উলঙ্গ করে মারধোর করেন। খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ গিয়ে কবির মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ছাত্রীর মা নান্দাইল মডেল থানায় কবির মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শী আমিন শেখ জানান, ছাত্রীকে মুখ চেপে ধরে নিয়ে যেতে দেখেন তিনি। পরে একা সাহস না পেয়ে স্থানীয় ইব্রাহিম নামের এক ব্যক্তিকে নিয়ে পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় গিয়ে মেয়েকে উদ্ধার করে কবিরকে আটক রাখেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, ‘ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় ছাত্রীর মা একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহ ধর্ষণ চেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250