বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন *** জেন-জি বিক্ষোভে সমর্থন জানালেন নেপালের সাবেক মাওবাদী প্রধানমন্ত্রী প্রচন্ড *** নেপাল থেকে ঢাকায় ফিরলেন জামালরা *** ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়িয়েছে বাংলাদেশ *** ছাত্রদলের ভোট বর্জনের পর শিবিরের ঐক্যের ডাক *** জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা *** আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন: সিইসি *** পরীক্ষিত প্রার্থীরাই নির্বাচিত হবেন, প্রত্যাশা জাবির নারী শিক্ষার্থীদের

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওসামা বিন লাদেনের কথা আমেরিকাকে স্মরণ করালেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমেরিকা অতীত ইতিহাস ভুলে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে খুঁজে পাওয়া গিয়েছিল।

শনিবার (২৩শে আগস্ট) অনুষ্ঠিত ইটি ওয়ার্ল্ড লিডারস ফোরামে আমেরিকার সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এই মন্তব্য করেন। খবর এনডিটিভির।

ধারণা করা হয়, টুইন টাওয়ারে হামলাকারীদের আর্থিক মদদ দিয়েছিল ওসামা বিন লাদেনের সংগঠন আল-কায়েদা। আর এই ওসামা বিন লাদেন লুকিয়ে ছিলেন পাকিস্তানের একটি সেনাক্যাম্পের কাছে।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর পর এই ঘনিষ্ঠতা আরও স্পষ্ট হয়। জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে একটি ইতিহাস রয়েছে, এবং সেই ইতিহাসকে ‘এড়িয়ে যাওয়ারও একটি ইতিহাস রয়েছে’।

তিনি বলেন, ‘যখন আপনি সামরিক কর্মকর্তাদের দেওয়া প্রশংসাপত্র দেখেন, তখন সেই সামরিক বাহিনীকেই দেখেন, যারা অ্যাবোটাবাদে গিয়ে...আপনারা জানেন, কাকে খুঁজে পেয়েছিল।’ তিনি আরও বলেন, দেশগুলো যখন ‘সুবিধাবাদী রাজনীতি’তে মনোনিবেশ করে, তখন তারা প্রায়শই এমনটা করে থাকে।

তবে জয়শঙ্কর এ-ও বলেন, ভারত এই সম্পর্ককে বিবেচনায় রাখলেও আমেরিকার সঙ্গে তাদের নিজের সম্পর্কের শক্তি ও প্রাসঙ্গিকতা সম্পর্কেও সচেতন। তিনি বলেন, ‘আমি আমার শক্তি, আমার সম্পর্কের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কী, তা জানি। এটাই আমাকে পথ দেখায়।’

জে.এস/

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন