শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচন সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে: প্রধান উপদেষ্টা *** গত ১৫ বছর বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদনের আহ্বান: আইএসপিআর *** জাকসুর ভোট গ্রহণের ৫ ঘণ্টা পর গণনা শুরু *** গাঁজা উৎপাদন কেন্দ্রকে তীব্র গন্ধ নিয়ন্ত্রণের নির্দেশ *** ভোটের আগে ইসির ৬১ কর্মকর্তার রদবদল *** ৪৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ *** জামায়াতের একাত্তরের ভূমিকার বিরোধিতা করার নৈতিক অবস্থান আ. লীগ, বিএনপির নেই *** সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল *** দক্ষিণ এশিয়ায় চার বছরে তিন সরকারের পতন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসছে কী *** ডাকসুতে ছাত্রশিবিরের বিজয়ে জাতীয় পার্টির অভিনন্দন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ১৪২৭ ক্যামেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আধুনিক প্রযুক্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। 

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০টি জায়গায় ১৪২৭টি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) দুপুরে উত্তর হাইওয়ে পুলিশের সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানের সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য দেন তিনি।    

শাহাবুদ্দিন খান বলেন, দুই-এক মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্যামেরা স্থাপনের কাজ শেষে হবে। ক্যামেরাগুলোতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) রয়েছে এবং একটি নেটওয়ার্কের আওতায় এগুলো পরিচালিত হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করতে পারেন।

উত্তর হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, মহাসড়কটি ক্যামেরার আওতায় এলে ভালো পুলিশিংয়ের পাশাপাশি মহাসড়কও নিরাপদ হবে।

জনবল ঘাটতি রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ৩৬টি হাইওয়ে থানা ও ৩৭টি ফাঁড়ি অর্থাৎ মোট ৭৩টি থানাও ফাঁড়ি রয়েছে। আর জনবল রয়েছে ২৮৬১ জন।

আরও ৭ হাজার জনবল চেয়ে প্রস্তাব করা হয়েছে জানিয়ে শাহাবুদ্দিন খান বলেন, আরও প্রায় সমান সংখ্যক (৭৬) হাইওয়ে থানা বা ফাঁড়ি গঠনের চিন্তা ভাবনা করা হচ্ছে।

আরও পড়ুন: চার লেন থেকে ৮ লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কমবে যানযট

তিনি বলেন, বাংলাদেশ প্রায় ২২ হাজার কিলোমিটার হাইওয়ে রয়েছে। কিন্তু হাইওয়ে পুলিশ দেখছে মাত্র ৩ হাজার কিলোমিটার সড়ক। বাকি সড়ক জেলা পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ দেখছে। প্রস্তাবিত জনবল পেলে ৯ হাজার কিলোমিটার দেখতে পারবে হাইওয়ে পুলিশ।

তিনি বলেন, হাইওয়েতে কোন খারাপ ঘটনার আঙ্গুল কিন্তু হাইওয়ে পুলিশের দিকে দিতে থাকে জনগণ। কিন্তু এটা জানে না যে ওই খারাপ কাজটি আমাদের আওতায় ঘটেনি।

সাক্ষাতে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ক্র্যাব সদস্যদের নানা দিক তুলে ধরেন এবং সামনের কর্মপরিকল্পনার বিষয় নিয়ে হাইওয়ে পুলিশের প্রধানের সঙ্গে আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাতে হাওয়ের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসকে/ 

সিসি ক্যামেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন