শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

সহশিল্পীর পাশে দাঁড়ালেন এমা স্টোন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

হলিউড অভিনেত্রী এমা স্টোন। ইতোমধ্যে ক্যারিয়ারে বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন ‘লা লা ল্যান্ড’খ্যাত এ তারকা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় একটি মজার ও বিভ্রান্তিকর ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিলেন তিনি। ‘জিমি কিমেল লাইভ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেদিনের সেই ঘটনায় অভিনেত্রীর সঙ্গে থাকা তার সহশিল্পী অস্টিন বাটলারকে অনেকে দোষারোপ করলেও সহশিল্পীর পক্ষেই কথা বলেছেন এমা।

ঘটনার দিন দেখা যায় এমা স্টোন, অস্টিন বাটলার ও পেদ্রো পাস্কাল একসঙ্গে রেড কার্পেটে দাঁড়িয়ে ছবি তোলার মাঝে হঠাৎ একটি মৌমাছি উড়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তখন বাটলারকে মৌমাছিটি তাড়াতে দেখা যায়। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ক্লিপে অনেকে দাবি করেন, বাটলার সম্ভবত মৌমাছিটিকে এমা স্টোনের দিকেই নির্দেশ করেছিলেন। খবর ‘ই! অনলাইনের’।

তবে এসব আলোচনায় জল ঢেলে দিয়ে স্টোন বলেন, ‘সে আমার পেছনে এটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল! সে মানুষ হিসেবে অসাধারণ, সে কোনোভাবেই চায়নি আমার মুখে মৌমাছিটি এসে বসুক।’ তিনি মজা করে আরও বলেন, ‘আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ মৌমাছিটি এনে থাকে, তবে সেটা পেদ্রোই হবে।’

কথাটি তিনি তার আরেক সহ-অভিনেতা পেদ্রো পাস্কালকে ইঙ্গিত করে বলেন। তবে স্টোন দ্রুত যোগ করেন, পাস্কাল ‘খুবই দুর্দান্ত’ এবং তাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে।

এমা স্টোন বরাবরের মতোই তার সহ-অভিনেতাদের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশের জন্য পরিচিত। এর আগে ২০১৭ সালে ‘ই! নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, সমান বেতন নিশ্চিত করতে তার পুরুষ সহশিল্পীরা নিজেদের পারিশ্রমিক কমাতে রাজি হয়েছিলেন। এ ছাড়া নারীরা সাধারণত সর্বোচ্চ চার-পঞ্চমাংশ আয় করছেন বলে দাবি করেন এ হলিউড তারকা।

হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন