ছবি: সংগৃহীত
চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং রিমান্ডে ‘নির্যাতন’ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
আজ মঙ্গলবার (৩০শে জুলাই) বিকাল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ককে মুক্তি দিন : জিএম কাদের
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সূত্র জানায়, সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে থেকে ডাকা জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য দেওয়া হতে পারে।
এসি/ আই.কে.জে/