ছবি: সংগৃহীত
‘রবীন্দ্রপদক’ পাচ্ছেন প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। মরণোত্তর সম্মাননা হিসেবে তিনি এই পদক পাচ্ছেন। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিতব্য জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশনে পাপিয়া সারোয়ারের পরিবারের হাতে এ পদক তুলে দেয়া হবে।
২৩, ২৪ ও ২৫শে জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৩তম বার্ষিক অধিবেশন। তিন দিনব্যাপী এ সম্মেলনেই স্মরণ করা হবে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের স্মৃতি। দেয়া হবে বিশেষ সম্মাননাটি। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী।
আরও পড়ুন: চোখ পিটপিট করে স্বস্তির হাসি হাসতাম : স্বস্তিকা
সম্মেলন উদ্বোধন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী ফাহমিদা খাতুন। এবারের আয়োজনে অংশ নেবেন পাঁচ শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক।
প্রসঙ্গত, পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে, ১৯৫২ সালের ২১শে নভেম্বর। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন তিনি।
এসি/কেবি