বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ভারতের লোকসভা নির্বাচনের যত রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন বিশ্বরেকর্ড করেছে। বিশ্বের সর্বকালের সকল রেকর্ড ভেঙে বেশি সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দাবি করেন। 

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে। এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। এই সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, জি-সেভেন দেশগুলোর মোট ভোটারের চেয়ে ভারতে ভোট পড়ার সংখ্যাটি দেড় গুণ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের চেয়ে তা আড়াই গুণ। তিনি এই নির্বাচনকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করেন।

ভোটের খরচে ভারত হারাল আমেরিকাকে 

সেন্টার ফর মিডিয়া স্টাডিজের তথ্য বলছে, ১ লাখ ৩৫ হাজার কোটি রুপি খরচ করে ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হয়ে উঠেছে। এই হিসাব ধরে অঙ্ক কষলেই দেখা যাবে প্রতি ভোটারের পেছনে ব্যয় হয়েছে ১ হাজার ৪০০ রুপি।

খরচের হিসাবে আমেরিকাকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। এক তথ্যে বলা হয়েছে, ২০২০ সালে সেখানে নির্বাচনে খবচ হয়েছিল ১ লাখ ২০ হাজার কোটি রুপি। এবার সেই অঙ্ককেও ছাড়িয়ে গেল ভারত। বিজেপি থেকে সমাজবাদী পার্টি, তৃণমূল থেকে সিপিএম, কংগ্রেস—ভোটের প্রচারে সব দলকেই একেবারে কোমর বেঁধে নেমেছিল। হাত খুলে খরচ করেছে। ২০১৯ সালের লোকসভা ভোটে খরচ হয়েছিল ৫৫ থেকে ৬০ হাজার কোটি রুপী। এবার খরচ একেবারে দ্বিগুণেরও বেশি।

সূত্র: বিবিসি, এনডিটিভি 

এইচআ/ আই.কে.জে/

রেকর্ড লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন