বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

ছয় দিনে কত আয় করল বড় বাজেটের ‘কুলি’-‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের বক্স অফিসে লড়াই করছে রজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশনের ‘ওয়ার ২’। ১৪ই আগস্ট মুক্তি পেয়েছে এই দুই বিগ বাজেটের ছবি। ‘কুলি’ আর ‘ওয়ার ২’ মুক্তির আগে থেকেই ভারতের বক্স অফিস দখল নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল।

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে মুক্তি পেয়েছে ‘কুলি’ সিনেমা। আলোচিত তামিল সিনেমাটি মুক্তির প্রথম চার দিনে দারুণ সাড়া ফেলেছিল। কিন্তু প্রত্যাশা ভেঙে সোমবারেই ছবিটি বক্স অফিসে বড় ধসের মুখে পড়ে। মুক্তির পঞ্চম দিনে আয়ে কমেছে ৬৬ শতাংশের বেশি। প্রথম চার দিনে সিনেমাটি ১৯৪.৫ কোটি রুপি আয় করে রজনীকান্তের ক্যারিয়ারের দ্বিতীয় বৃহত্তম ওপেনিং উইকেন্ড রেকর্ড গড়ে। 

সাকনিল্কের তথ্য অনুযায়ী, গত সোমবার (১৮ই আগস্ট) কুলি মাত্র ১২ কোটি রুপি আয় করেছে, যা রোববারের ৩৫.২৫ কোটি রুপির তুলনায় প্রায় ৬৬ শতাংশ কম। গতকাল মঙ্গলবার ষষ্ঠ দিনে আয় করেছে ৯.৫০ কোটি রুটি। বর্তমানে ভারতে ছবিটির সর্বমোট আয় দাঁড়িয়েছে ২১৬.৫০ কোটি রুপি।

অন্যদিকে হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই ধস নেমেছে। দারুন ওপেনিংয়ের পর শনিবার ও রোববার আয় কমতে শুরু করেছিল, আর সোমবার এসে ছবিটি ‘মানডে টেস্ট’-এ পুরোপুরি ব্যর্থ হয়েছে।

সর্বশেষ তথ্যানুসারে, চতুর্থ দিনে সিনেমাটি ভারতে সব ভাষা মিলিয়ে ভারতে আয় করেছে মাত্র ৮.৭৫ কোটি রুপি। যা রোববারের ৩৩.৬৫ কোটি রুপির তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। মুক্তির পর এটিই ছবিটির সর্বনিম্ন আয়।

পঞ্চম দিন পর্যন্ত ভারতে সিনেমাটির আয় ছিল ১৮৪. ৫০ কোটি। ষষ্ঠ দিনে আয় ৯ কোটি রুপি। সর্বমোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৩. ৫০ কোটি রুপি। সূত্র: কইমই ও সাকনিল্ক।

জে.এস/

দক্ষিণী সিনেমা রজনীকান্ত বলিউড অভিনেতা হৃতিক রোশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন