বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

বসন্ত ও ভালোবাসার ছোঁয়ায় রঙিন বইমেলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে অমর একুশে বইমেলায় ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি।

শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বসন্ত ও ভালোবাসা দিবসের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে মেলা। বাসন্তী রঙের পোশাকে সেজে মেলায় এসেছেন দর্শনার্থীরা। 

বাংলা একাডেমির সামনে ও রাজু ভাস্কর্যের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার গেটে বিভিন্ন ধরণের খাবার ও পণ্যের পসরা সাজিয়েছেন দোকানীরা। কেউ বিক্রি করছেন ফুল, কেউ ঝিলমিল বেলুন, কেউ চুড়ি। আছে মোমো, ফুসকা, ভেলপুড়ি, ভাজাপোড়ার দোকান। আবার কেউ দর্শনার্থীদের ছবি এঁকে দিচ্ছেন নিপুণ হাতের ছোঁয়ায়। 

এসব দোকানীরা জানান, বইমেলা উপলক্ষে তাদের বেচাকেনা বেড়েছে। আবার তাদের অনেকে শুধু বইমেলা উপলক্ষেই দোকান দিয়েছেন। আর ফুল বিক্রেতাদের অধিকাংশই বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে বসেছেন এখানে। তবে ফুলের বিক্রি খুব একটা নেই।

ফুল ব্যবসায়ী সাদেক বলেন, আজকেই ফুল নিয়ে বসেছি। ভালোবাসা দিবস আর বসন্ত উপলক্ষে ফুলের চাহিদা থাকে। তবে প্রচুর মানুষ ফুল বিক্রি করছে। এ কারণে সবার বিক্রি কম হচ্ছে। গোলাপ ২০-৫০ টাকায় বিক্রি করছি।

চুড়ি কিনছিলেন সুফিয়ান-রাজিয়া দম্পতি। সুফিয়ান বলেন, ‘আজ ছুটির দিন। তার ওপর বসন্ত ও ভালোবাসা দিবস একসঙ্গে। তাই স্বামী-স্ত্রী মেলায় এলাম। ঢোকার মুখে চুড়ি বিক্রি করছে দেখে দাঁড়ালাম। সে কাঁচের চুড়ি পছন্দ করে।’

আই.কে.জে/                                           


বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন