বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত *** ‘আমাদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে’, বলছে নেপালের জেন–জি *** ছাত্রদলের প্রার্থীদের শুভকামনা জানিয়ে পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার

‘কান্তারা’র শুটিংয়ে ভূতের আছর!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৬ কোটি রুপি। সেই সিনেমাই বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। ২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। এ সাফল্যের পর ঘোষণা আসে সিক্যুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। মুক্তি পাওয়ার কথা এ বছরের ২রা অক্টোবর। কিন্তু এখনো শুটিংই শেষ করতে পারেননি ঋষভ শেঠি। একের পর এক বাধায় অনিশ্চয়তার মুখে পড়েছে কান্তারা: চ্যাপ্টার ওয়ান।

শুটিং শুরুর পর থেকে এ পর্যন্ত সিনেমাটির তিনজন শিল্পীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মে মাসে বন্ধুর বিয়েতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাকেশ পূজারি। একই মাসে কর্ণাটকের সৌপর্নিকা নদীতে পাওয়া যায় এম এফ কপিলের মরদেহ। কয়েক দিন আগে গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে মারা যান কলাভবন নিজু। তারা সবাই কান্তারা: চ্যাপ্টার ওয়ানের বিভিন্ন চরিত্রে অভিনয় করছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গত বছরের নভেম্বরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল কান্তারা সিনেমার শুটিংয়ে ব্যবহৃত একটি মিনিবাস। কান্তারার ২০ জন জুনিয়র শিল্পী ছিলেন ওই মিনিবাসে। তবে ভাগ্যক্রমে তারা বেঁচে যান। এর আগে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কান্তারার শুটিংয়ের জন্য তৈরি একটি ব্যয়বহুল সেট। তাতে বড় অঙ্কের ক্ষতি হয়। কয়েক মাস আগে বনাঞ্চলে বিস্ফোরক ব্যবহার করে শুটিং করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন নির্মাতা ঋষভ।

কান্তারা: চ্যাপ্টার ওয়ানকে ঘিরে সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৫ই জুন)। কর্ণাটকের শিমঙ্গা জেলার মেলিনা কোপ্পা নামের একটি জলাধারে নৌকার ওপর চলছিল সিনেমার শুটিং। হঠাৎ উল্টে যায় নৌকাটি। পানি কম থাকায় ৩০ জন শিল্পী ও কলাকুশলী বেঁচে গেছেন। তবে স্রোতে ভেসে গেছে ক্যামেরাসহ শুটিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

কান্তারা: চ্যাপ্টার ওয়ানের শুটিং চলাকালে একের পর এক এমন দুর্ঘটনায় চিন্তিত সিনেমার টিম। সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই এটিকে অতিপ্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন। কান্তারায় স্থানীয় দেব-দেবী ও ধর্মীয় আচার-অনুষ্ঠান উঠে এসেছে গল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে। অ্যাকশন থ্রিলার হলেও কান্তারা: চ্যাপ্টার ওয়ানে আধ্যাত্মিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সিনেমাসংশ্লিষ্ট অনেকের ধারণা, তাই হয়তো শুটিংয়ে ভূতের আছর পড়েছে! একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে।

অভিনেতা রামাদাস পূজারি বলেন, ‘দক্ষিণ কন্নড়ের দেব-দেবীদের নিয়ে সিনেমা তৈরি করা সব সময়ই ঝুঁকিপূর্ণ। কারণ, আত্মারা তাদের নিয়ে বাণিজ্যিক কার্যকলাপ পছন্দ করেন না।’

অন্যদিকে নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি নাকি পাঞ্জুরলি দেবীর ভক্ত! এ দেবীর আশীর্বাদ নিয়েই নাকি শুটিং চালিয়ে যাচ্ছেন। যত বাধাই আসুক, ঠিক সময়েই সিনেমাটি মুক্তি দিতে পারবেন বলে প্রত্যাশা ঋষভের। তবে একের পর এক এত বাধা সিনেমা টিমের অনেকের মনেই নাকি ভয় ধরিয়েছে।

এইচ.এস/

দক্ষিণী সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস

🕒 প্রকাশ: ০১:৪০ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি

🕒 প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল

🕒 প্রকাশ: ০১:০৮ পূর্বাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

🕒 প্রকাশ: ০৯:৩০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫