মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে শেষ সময়ে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

শেষ সময়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী নেদারল্যান্ডস। আইসিসির নিয়ম মেনেই এর আগে ১৫ সদস্যের তালিকা ঘোষণা করেছিল ডাচরা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নিয়ম মেনেই দলে দুটি পরিবর্তন এনেছে তারা।

চোটের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর প্রায় ১০ দিন আগে ছিটকে গেছেন ফ্রেড ক্লাসেন এবং ড্যানিয়েল ডোরাম। আর তাদের বদলি হিসেবেই দলে ডাক পেয়েছেন সাকিব জুলফিকার এবং কাইল ক্লেইন।

বিশ্বকাপের ঠিক আগে পিঠের পুরনো চোট ফিরে এসেছে ক্লাসেনের। ফলে বিশ্বমঞ্চ মাতানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। অন্যদিকে হাত ভেঙে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো ডোরামকে।

বদলি হিসেবে ডাক পাওয়া কাইল ক্লেইন আগে থেকেই ট্রাভেলিং রিজার্ভ হিসেবে স্কোয়াডে ছিলেন। আর নতুন করে বৈশ্বিক এই মহাযজ্ঞের জন্য ডাক পেয়েছেন সাকিব।

আরো পড়ুন:সিরিজ বাঁচাতে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ডাচদের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন ২৭ বছর বয়সী সাকিব। অন্যদিকে ডাচদের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডানহাতি মিডিয়াম পেসার ক্লেইন। নেপালের বিপক্ষে সেই ম্যাচে তা-ও আবার মাত্র এক ওভারই হাত ঘুরিয়েছেন।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছে ডাচরা। বিশ্বমঞ্চে গ্রুপ ‘ডি’-তে তাদের সঙ্গী বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ঠা জুন ডালাসে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, সাকিব জুলফিকার, কাইল ক্লেইন, লোগান ফন ভিক, ম্যাক্স ও'ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।   

এসি:


বিশ্বকাপ নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন