রবিবার, ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ২৯শে জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে *** আমেরিকা থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, চুক্তি স্বাক্ষর *** অব্যাহতি পেল সেই কিশোর ফাইয়াজ, সংশোধিত আইনে প্রথম আদেশ *** গোপালগঞ্জে পরিস্থিতির কারণে গুলি হয়েছে, গণগ্রেপ্তার হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জামায়াতকে আমি অসম্ভব পছন্দ করি, অসম্ভব ভালোবাসি নেতাদের: ফরহাদ মজহার *** ব্রহ্মপুত্রের উজানে চীনের বাঁধ নির্মাণ শুরু, ভারত-বাংলাদেশের উদ্বেগ *** তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল *** ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল *** গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক *** বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা

তারেক রহমানের কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ইবনে সিনা হাসপাতালে শফিকুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে হাসপাতালে যেতে বলেছেন, সে জন্য তিনি এসেছেন।

শনিবার (১৯ই জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান আমাকে এখানে আসতে বলেছেন। বাংলাদেশের রাজনীতির এই কঠিন সময়ে তার সুস্থ হওয়াটা খুব জরুরি বলে জানিয়েছেন তারেক রহমান। তার কথামতো জামায়াতের আমিরকে দেখতে এসেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে আমরা ওনাকে দেখতে এসেছিলাম। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’

এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ওনারা (বিএনপির প্রতিনিধিদল) কষ্ট করে জামায়াতের আমিরকে দেখতে এসেছেন। এ জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের আমির বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সালাম জানিয়েছেন।’

এর আগে শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পরে তাকে সেখান থেকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন