শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

‘কবে আমি বাহির হলেম’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রচারিত হলো কণ্ঠশিল্পী নিলয় আকাশের গাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘কবে আমি বাহির হলেম’। আবর্তন ইনিসিয়েটিভের ব্যানারে নির্মিত গানটি মুক্তি পেয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

এর সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। তিনি সংগীতধর্মী চিন্তা ও আধুনিক সংগীত নির্মাণের মাধ্যমে গানটিকে এক নতুন মাত্রা দিয়েছেন বলে মনে হবে দর্শক ও শ্রোতাদের কাছে। গানটির ভিডিও নির্মাণে ছিলেন অক্ষয় সৌরভ ছবিস্বর।

এ গানে নিলয় আকাশের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন অন্তরা সেনগুপ্ত ও মৌমিতা রায়, যাদের গায়কী গানটিকে করেছে আবেদনময়ী।

আবর্তন ইনেসিয়েটিভ অব ক্রিয়েটিভ আর্ট-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, শিল্পী নিলয় আকাশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত সংগীত চর্চা ও পরিবেশনায় সক্রিয় রয়েছেন। মঞ্চ, বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে তার পরিবেশনা নিয়মিত প্রচার হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগেও নিলয় আকাশের কণ্ঠে মৌলিক গান বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে। এবারের গানটির প্রকাশ উপলক্ষে শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানানো হচ্ছে আবর্তন ইনিসিয়েটিভের অফিশিয়াল পেইজ ও ইউটিউব চ্যানেলসহ সব ডিজিটাল মাধ্যমে যুক্ত থাকার জন্য।

সংগীতশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন