ছবি: সংগৃহীত
রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত (২১শে জুলাই) বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক ঘটনায় শোকে কাতর দেশের মানুষ। এই ঘটনা নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়া। নিহতের সংখ্যা নিয়ে অনেক ছবি, গুজব ও ভিডিও ভাইরাল হয়েছে। এসব বিষয় নিয়ে স্ট্যাটাস দিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরাও।
শিল্পীদের এসব স্ট্যাটাসে যাতে কোনো গুজব সৃষ্টি না হয়, এক ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকীর এই স্ট্যাটাসে ক্ষুদ্ধ হয়ে অনেক তারকা পাল্টা স্ট্যাটাস দিয়েছেন। এর মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স তারকা জাকিয়া বারী মম। তিনি ফারুকীর স্ট্যাটাসের একটি ফটোকার্ড শেয়ার করে কড়া সমালোচনা করে ফেসবুকে লেখেন, ‘প্রচলিত প্রবাদ–ভুতের মুখে রাম নাম, যার প্রাসঙ্গিক ব্যাখ্যা হতে পারে এমন, ক্ষমতা মানুষকে বানায় দানব। শিল্পী যখন ক্ষমতা পান, তখন কী হয়, তা ইউক্রেনের প্রেসিডেন্টকে দেখে বুঝতে পারেন।'
মম লেখেন, জেলেনেস্কি অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা নিয়ে। কিন্তু তার দেশের বর্তমান অবস্থা লেজে-গোবরে। আর আমাদের দেশের অবস্থা মাথা-গোবরে। মগজে ঘুরে ‘ড্রোন’, আকাশে উড়ে টাকা। জাতির আশার উপর মূত্র বিসর্জনকারী দায়িত্বহীন শেখান দায়িত্বশীলতা। হাহাহা।
জে.এস/
খবরটি শেয়ার করুন