বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টুঙ্গিপাড়ায় ২৮২ জনের বিরুদ্ধে পুলিশের মামলা *** ভোটের দিন গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা জারি ইসির *** বাংলাদেশ থেকে যাওয়া ১০ হাজার হিন্দু পরিবারকে জমি দিচ্ছেন যোগী আদিত্যনাথ *** জেমসের কনসার্টের আয়ের অংশ দেওয়া হবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের *** অতি দ্রুত নির্বাচনই উত্তরণের পথ: মির্জা ফখরুল *** আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা *** ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত ইরান, পরমাণু কর্মসূচি চলবে: পেজেশকিয়ান *** নির্বাচন কমিশন গঠনপ্রক্রিয়া নিয়ে একমত হয়েছে সবাই: আলী রীয়াজ *** পাকিস্তানকে কাঁপিয়ে সেরা দশে মোস্তাফিজ *** মৃতের সংখ্যা নিয়ে গুজব: গণমাধ্যম তদন্ত করলে সহযোগিতা করবে আইএসপিআর

রজনীতে মুগ্ধ অমিতাভ, ৩৩ বছর পর মহামিলন দুই তারকার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ৬ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ সিনেমায়। রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এ সিনেমা। আর অমিতাভের তামিল সিনেমায় হাতেখড়ি হচ্ছে ‘বেট্টায়ন’র মাধ্যমে।

এবার রজনী ও অমিতাভ জুটি বাঁধলেন। ৩৩ বছর আগে তারা শেষবার পর্দা ভাগ করেছিলেন। রজনী-অমিতাভকে দেখা গেছে ‘হম’ সিনেমায়। এ ছাড়াও ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ সিনেমায় কাজ করেছেন তারা। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে দুই তারকারই। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। এবার আবারো মহামিলন হয়েছে দুই তারকার।

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও বালিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। এ দুজনকে কেউ কেউ বলেন- ভারতীয় সিনেমার সর্বকালের সেরা অভিনেতা। অন্যদিকে রজনীকান্তকে দক্ষিণী সিনেমার ‘ভগবান’ বলা হয়।

‘বেট্টায়ন’ সিনেমা রজনীকান্তের ১৭০তম সিনেমা, তাই তার প্রতি সম্মান জানিয়েই সিনেমার এমন নামকরণ। সম্প্রতি সিনেমার একটি পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রজনী। শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিনেমায়।

আরো পড়ুন: ৭০ বছরে চতুর্থ বিয়ে অভিনেতার, স্ত্রী নিজের মেয়ের থেকেও ছোট!

রজনীর সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি দেন অভিনেতা। তিনি লেখেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে আবারও কাজ করতে পেরে। বিন্দু মাত্র বদলাননি তিনি। সেই একই রকম মাটির মানুষই রয়ে গিয়েছেন।’

এক আকাশের দুই সূর্যকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাদের অনুরাগী। চলতি বছরের অক্টোবরে আসতে চলেছে এ সিনেমা। ‘এত বড় তারকা তবু বিন্দুমাত্র বদলাননি’, রজনী-সাক্ষাতে মুগ্ধ অমিতাভ রজনীকান্তের ৭৩ তম জন্মদিন। অন্যদিকে তামিল সিনেমায় অমিতাভের অভিষেক।

এসি/



রজনীকান্ত অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন