শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদের ঘনিষ্ঠদের যেভাবে ধরা হচ্ছে সিরিয়ায় *** সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা *** এনবিআরের কমিশনারসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু *** গুপ্তচর সন্দেহে বিপুলসংখ্যক আফগানকে দেশে ফেরত পাঠাচ্ছে ইরান *** ডেঙ্গু শনাক্তে ১৯ হাজার কম্বো কিট দিল চীন *** বিশ্বকাপে চোখ রেখে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ *** সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন *** মোটর ও ইলেক্ট্রনিকস খাতে যৌথ উদ্যোগ চান বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়ীরা *** আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধির সাক্ষাৎ *** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস

সাতদিন পর খুললো জাতীয় চক্ষু হাসপাতালের জরুরি বিভাগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

টানা সাতদিন বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের জরুরি বিভাগের সেবা চালু করেছে কর্তৃপক্ষ। তবে অপারেশন ও অন্যান্য সেবা কার্যক্রম এখনই শুরু হচ্ছে না। আজ বুধবার (৪ঠা জুন) সকাল থেকে জরুরি বিভাগের কার্যক্রম শুরু হয়। হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম সুখবর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল থেকে জরুরি বিভাগ খোলা হয়েছে। যারা চিকিৎসার জন্য আসছেন, তারা চিকিৎসা পাচ্ছেন  তবে রোগীর তেমন চাপ নেই। বহির্বিভাগেও চিকিৎসা বন্ধ। হাসপাতালটি খোলা হলেও সব চিকিৎসক ও কর্মচারী এখনো হাসপাতালে যোগ দেননি।

এ বিষয়ে ডা. জানে আলম বলেন, জরুরি বিভাগ পরিচালনার জন্য যে জনবল দরকার, সেই জনবল এসেছে। সামনে ঈদের ছুটি, তাই সবাই এখনই যোগদান করেননি, কেউ কেউ ছুটিতে রয়েছেন।

হাসপাতালটিতে বর্তমানে কোনো ভর্তি রোগী নেই। কেবল চতুর্থ তলায় গত জুলাইয়ে আহত রোগীদের মধ্যে ৪০ থেকে ৪৫ জন এখনো রয়েছেন। একটি বোর্ড গঠন করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিচালক।

গত ২৮শে মে হাসপাতালটির কর্মচারীদের সঙ্গে জুলাইয়ে আহত রোগীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর নিরাপত্তার অজুহাতে হাসপাতালের সব চিকিৎসক-কর্মচারী হাসপাতালে অনুপস্থিত থাকেন। এরপর থেকে কোনো ধরনের চিকিৎসা হয়নি হাসপাতালটিতে।

দূর-দূরান্ত থেকে আসা রোগীদের প্রধান ফটক থেকে ফিরে যেতে হয়েছে। ভর্তি রোগীরাও একে একে চলে গেছেন। গতকাল মঙ্গলবার (৩রা জুন) স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বিশেষ বৈঠকের পর আজকে হাসপাতালটির জরুরি বিভাগ খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এইচ.এস/

হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন