বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের সবটুকু দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনব: আবিদুল *** মিয়ানমারের খনিজ পেতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় ভারত *** ব্রিটেনে উৎসবমুখর পরিবেশে উদীচীর দ্বাদশ সম্মেলন *** জয় উপলক্ষে দোয়া ও শব্বেদারি কর্মসূচি ছাত্রশিবিরের, হবে না আনন্দমিছিল *** ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপির সালাহউদ্দিন *** টইটুম্বুর কাপ্তাই লেক, খুলে দেওয়া হল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট *** প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল *** শিল্পী‌দের প্রতিবাদ, ইসরা‌য়ে‌লের স‌ঙ্গে কাজ না করার ঘোষণা ১২ শর বে‌শি শিল্পী ও নির্মাতার *** ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই জয়ী শিবির, একটিও পায়নি ছাত্রদল *** শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা, সবাই একসঙ্গে কাজ করব: সাদিক কায়েম

মধ্যরাতে ক্যাম্পাসে উৎসবের আমেজ

আজ ডাকসুর ভোট, প্রস্তুত ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩১ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাত পোহালেই ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও হল সংসদ নির্বাচন। ডাকসুতে কে হবেন ভিপি (সহসভাপতি), কে হবেন জিএস (সাধারণ সম্পাদক) বা এজিএস (সহসাধারণ সম্পাদক) আবার হল সংসদগুলোতে কারা এগিয়ে আছেন, তা নিয়ে আগের রাতে চলছে কড়া হিসাব–নিকেশ।

এর মধ্যে একদল শিক্ষার্থী সারা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছেন। ডাকসু নির্বাচনের আমেজ কেমন, সেটি বোঝার চেষ্টা করছেন। সব মিলিয়ে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে।

ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মিনি পার্লামেন্ট' খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার (৯ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

গতকাল সোমবার (৮ই সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব জায়গায় পুলিশের পাশাপাশি আছেন বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা।

প্রবেশমুখে অবস্থান ছাড়াও পুরো ক্যাম্পাসে টহল দিচ্ছে পুলিশ। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এ ছাড়া ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত রয়েছে ক্যাম্পাসে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আবাসিক হলগুলো থেকে অনেক শিক্ষার্থী বের হয়ে এসেছেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় দল বেঁধে ঘোরাঘুরি করছেন। শহীদুল্লাহ হল থেকে শুরু করে হাঁটতে হাঁটতে টিএসসি পর্যন্ত এসে দেখা গেল, রাজু ভাস্কর্যের পাদদেশ, টিএসসির পায়রা চত্বরসহ পুরো টিএসসি এলাকায় শিক্ষার্থীরা ঘোরাঘুরি করছেন।

সেখান থেকে ভিসি চত্বর যেতে যেতে দেখা গেল, রোকেয়া হলের সামনে ফটো তুলছেন একদল শিক্ষার্থী। বড় সংখ্যক শিক্ষার্থীর অবস্থান দেখা গেল ভিসি চত্বরে।

সেখানে কথা হলো স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী শেখ শরীফ আহমেদের সঙ্গে। তিনি সেখানে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছেন। শেখ শরীফ বলেন, ‘যেন মনে হচ্ছে আজকে চাঁদরাত, কাল ঈদ।’ এই শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ডাকসু পাচ্ছি। আমরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। বেশ ভালো লাগছে।’

কাছাকাছি এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন জগন্নাথ হলের শিক্ষার্থী প্রত্যয় সাহা সৃজন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ লক্ষ করছি। সবার মাঝেই আগ্রহ, কে হবে কাঙ্ক্ষিত ছাত্র প্রতিনিধি।’

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে দল বেঁধে ফটো তুলছিলেন একদল শিক্ষার্থী। সেখানে কথা হয় লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. সজীবের সঙ্গে। তিনি  বলেন, ‘ঈদের আগের রাতের মতোই মনে হচ্ছে। জাতীয় নির্বাচনগুলো সেভাবে সুষ্ঠু হয় না, তাই ডাকসু নির্বাচন কেমন হয়, সেটি দেখার অপেক্ষাতে সবাই। এখন পর্যন্ত যে অবস্থা দেখছি, তাতে পরিবেশ সুন্দরই মনে হচ্ছে। ডাকসুর আগের রাতের পরিবেশ দেখার জন্য ক্যাম্পাসে বেরিয়েছি।’

আবাসিক হলগুলোর সামনেও অনেক শিক্ষার্থীর অবস্থান দেখা গেছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা দল বেঁধে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন। আলোচনার মূল বিষয় ডাকসু নির্বাচন। কোন পদে কোন প্রার্থী এগিয়ে, কে পিছিয়েসহ বিভিন্ন প্যানেল ধরে আলোচনা করছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন